
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৮০নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, ছড়া, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ খাবার, খেলাধুলা এবং নানা বিনোদনমূলক কার্যক্রম। সার্বিক আয়োজন ও শিশুদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় রঙিন মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া।
শিক্ষকরা জানান, এমন আয়োজন শিশুদের স্কুলমুখী করতে, সামাজিকতা বাড়াতে এবং পাঠ্যবহির্ভূত কার্যক্রমে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশুদের মানসিক বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে।
Leave a Reply