
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল থানার পুলিশ খায়েরুল বাশার খায়ের নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খায়েরুল বাশার খায়ের (কার্যক্রম নিষিদ্ধ থাকা) আওয়ামী লীগের ৩নং পরকোট ইউনিয়নের সভাপতি।
আজ রবিবার (৪ জানুয়ারি) বিকালে তাকে চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
খায়েরুল বাশার খায়েরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ। ওসি আব্দুল মোন্নাফ বলেন, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply