
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে আগামীকাল শনিবার ২৪ জানুয়ারি সকাল ৯টায় এস এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পলাশবাড়ী আগমন এ অঞ্চলের ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তারা আগামীকালের জনসভা সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা জনসভা সফল ও আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
Leave a Reply