
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত ৯টায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মকছেদ আলী মঙ্গোলিয়া, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: শাহিন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: কাজী আশরাফুজ্জামান বাবু, জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো: হাসিনুর রহমান হাসু খান, যুগ্ম সম্পাদক মো: একে এম ফারহান কাজল, হোলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মো: হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, কোতোয়ালী তাঁতী দলের সভাপতি মো: বাবু, সহ-সভাপতি শাহিন মিন্নাত খান, সাধারণ সম্পাদক মাসুদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: গোলাম মোরশেদ টুটুল, সাবেক যুবনেতা রবিন খান ও খালিদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইকবাল হাই স্কুল মোড় দোকান মালিক সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আহমেদ, সহ-সভাপতি মো: গোলাম রফিক দৌলত, কোষাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক মোজাহারুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আমিনুল ইসলাম।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply