
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ড ফতেহপুর রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বাড়ীর ভবনের পিছনের অংশ বেন্টিলেটর ভেঙ্গে যাবতীয় আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা।
গতকাল সোমবার (৫ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে ডাকাতি চক্রের সদস্যরা বাড়িতে কেউ না থাকায় ফ্লাটের ভিতরে থাকা আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্রনিয়ে যায়।
জানাগেছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান সৌদি আরব দাম্মাম প্রবাসী। তিনি প্রবাসে থাকায় বাড়ির কেয়ারটেকার বাড়িটি দেখাশোনা করে, একপর্যায়ে ওই কেয়ারটেকার অসুস্থ থাকায় তিনি চিকিৎসা নিতে ঢাকায় অবস্থান করেন।
ঢাকা থেকে এসে বাড়ির এমন দৃশ্য দেখে , বাড়ির মালিককে বিষয়টি অবহিত করেন।
ডাকাতির সময় প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান এর বাড়ির ঘরে কোন পুরুষ ছিলনা। এ সময় ডাকাতেরা ঘরের সামনের সিসি ক্যামেরা আড়াল করে ভেঙ্গে পেলে ওয়াল বেন্টিলেটর।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান মুঠো ফোনে জাতীয় দৈনিক ঢাকার ডাক নোয়াখালী জেলার প্রতিনিধিকে বলেন আমি দীর্ঘ সময় প্রবাসে থাকায় এবং আমার বাড়িতে কেউ না থাকায় আমার বাসার ভিতর প্রত্যেকটি রুমে ডাকাত চক্রের সদস্যরা বাড়ির আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
তিনি বলেন, আমাদের ঘরের লোকজন পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে তিনি ডি জেড নিউজ ২৪ এর প্রতিনিধিকে নিশ্চিত করেন।
Leave a Reply