
মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারীঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা ভবনের সামনে ভূরুঙ্গামারীতে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, অবসরপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি এবং মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা মতবিনিময় করেছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল মজিদ সরকার । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম সমন্বয়ক সদর ইউনিয়ন, কাজী নিজাম উদ্দিন বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সদর ইউনিয়ন, মাহফুজার রহমান মামুন ব্যাপারী সদস্য সচিব, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি কাজী গোলাম মোস্তফা ও রইচ উদ্দিন বাদশা প্রমুখ।
Leave a Reply