
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, শিক্ষক লুৎফর রহমান ও বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ।
বক্তারা বলেন, নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নারীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে উপজেলার পাঁচজন জয়ীতা নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত জয়ীতা নারীরা হলেনঃ অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ফিরোজা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জাকিয়া সুলতানা, সফল জননী নারী সুফিয়া বেগম, জীবন সংগ্রামে জয়ী নারী রুমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply