
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেব গত ১৯ জানুয়ারি খ্রি. বিকাল ৪টা মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্বামী–স্ত্রী যৌথভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ মোতাজুল (৩০) এবং তার স্ত্রী মোসাঃ জোসনারা বেগম (৫০)। তারা উভয়েই চর ইসলামপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ০১ (এক)টি বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো গাঁজা ০১ (এক) কেজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্বামী–স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মনে করে, পরিবারকে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করা সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ার আহবান জানান।
Leave a Reply