
কিশোরগঞ্জ থেকে নিজাম উদ্দীনঃ
৪ ডিসেম্বর, ২০২৫ – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের আরও দুই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মাধ্যমে জেলার মোট ছয়টি আসনেই দলটির মনোনীত প্রার্থীর তালিকা চূড়ান্ত হলো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই কিশোরগঞ্জের এই দুই নতুন মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন তালিকায় কিশোরগঞ্জের যে দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছিল। সেই তালিকায় কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটি আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে: জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে: সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে: চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে: কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এই প্রসঙ্গে বলেন, এ দুই আসনে মনোনয়ন ঘোষণার ফলে কিশোরগঞ্জের ছয়টি আসনে এখন বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। এই ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রস্তুত হলো।
Leave a Reply