
মামুন বিল্লাহ, কালিগঞ্জ, সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের উপদেষ্টা পরিষদের সদস্য সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম। মিলাদ মাহফিল ও কোরআন খানি ও দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দোয়া কামনা করে তার পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সুস্থ্যতা ও সফলতা কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নলতা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া। অন্যান্যদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন কালিগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও খতিবগণ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি এডভোকেট শেখ আব্দুস সাত্তার,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব শেখ আঃ আজিজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাতুল বারী, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply