
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর আংশিক) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ কৌশলে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী টানা নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন।
প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ নিয়মিত নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকায় উন্নয়ন-অবনয়নের বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরেই প্রত্যক্ষভাবে কাজ করার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। নির্বাচনী এলাকায় প্রতিদিনই তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। আমাদের মূল স্লোগান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। স্বাধীনতার পর থেকে বারবার নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। শাসনব্যবস্থা ও মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটেনি। এবার আমরা সেই পরিবর্তনের যাত্রা শুরু করতে চাই।
তিনি অভিযোগ করে বলেন, আমি প্রার্থী হওয়ার পর থেকেই কিছু মহল আমার জনপ্রিয়তা নষ্ট করতে আমার ব্যবসা প্রতিষ্ঠান জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিভিন্ন গুপ্ত মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু আমি মিথ্যার সাথে আপোষ করি না, অপপ্রচারের কাছে নতি স্বীকারও করব না।
নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে নিজের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন,
আমি নারায়ণগঞ্জের সন্তান। এমপি হই বা না হই নারায়ণগঞ্জের সংকটে আমি সবসময় সামনে ছিলাম, সামনে থাকব। রাস্তাঘাটের দুরাবস্থা নিরসন, জলাবদ্ধতা সমস্যা, গ্যাস সংকট সমাধান এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়াই আমার অঙ্গীকার।
নিজের অতীত ভূমিকা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের প্রয়োজনে যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে হেফাজতের আন্দোলন, টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চ, ২৪ এর গণঅভ্যুত্থান সব ক্ষেত্রেই আমাদের নেতা পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে সহযোদ্ধাদের নিয়ে রাজপথে ছিলাম। মানুষের কল্যাণেও সবসময় কাজ করেছি বন্যার্তদের পাশে, রোহিঙ্গা সংকটে, অসহায় মানুষের সহায়তায় সবসময় মাঠেই ছিলাম।
সবশেষে তিনি দৃঢ়ভাবে বলেন, মিথ্যার সাথে আপোষ নয়। ধর্ম, দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই। এইভাবে নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর প্রচারণা দিন দিন আরও ত্বরান্বিত হচ্ছে, আর তার কর্মতৎপরতা নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।
Leave a Reply