
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
কেশবপুর থানা সূত্রে জানা যায়, ভোররাতে ভোগতি গ্রামের আলমগীর ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল, এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতি—মোট ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে যাহা পাওয়া যায় তাহা নিন্ম রুপঃ
১। দুটি ইলেকট্রিক শক মেশিন
২। টাকা গোনার মেশিন
৩। চারটি অ্যান্ড্রয়েড ফোন ও চারটি বাটন ফোন
৪।খালি মদের বোতল
৫।গাঁজা সেবনের সরঞ্জাম
৬। ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা
গ্রেপ্তার কৃতরা চারজন হলোঃ
১।আলমগীর (৪০), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি
২।জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি
৩।রাসেল (২২), পিতা: মফিজুর রহমান, গ্রাম: মূলগ্রাম
৪।উজ্জল (৩৮), পিতা: নজির বিশ্বাস, গ্রাম: আলতাপোল
কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী। আসামিদের কে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply