
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দাখিল করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারির অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া রিটে বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখতে হবে।
প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এতে বিবাদী করা হয়েছে। আইনজীবীর ভাষ্যমতে, রিটটির শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতিকে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply