
ফয়জুর রহমান, ফুলপুর, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিংহেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রমজান আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মনোনীত এমপি প্রার্থী এবং ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহসাধারণ সম্পাদক আনোয়ার হাসান সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হান্নান এবং ফুলপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল আজিজ। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবিরসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে কাজ করবে এবং দেশের সব ধর্মাবলম্বীর স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানান, টিসিবি ও অন্যান্য সরকারি কার্ডের জন্য মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না; বরং এসব কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নির্বাচিত হলে চাকরির ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে এবং বেকার যুব-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
Leave a Reply