
গাইবান্ধা থেকে মোঃ আশরাফুল ইসলামঃ
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ফরিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে খোলাহাটি দুলালীর ভিটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ফরিদ মিয়ার বাড়ি ৯ নং খোলাহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খোলাহাটি দুলালীর ভিটা গ্রামে। তার পরিহিত কালো রঙের জ্যাকেটের বাম পকেট থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে।
পুলিশ জানায়, ফরিদের নিজ বাড়ির উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী টিনের ঘরের সামনে থেকে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে মোট ১৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
এ ছাড়া আরও একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৬৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ৪.৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১৩ হাজার ২০০ টাকা।
সর্বমোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply